১৫ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে ভূমিমাইন বিস্ফোরণে নিহত ৮ শিশু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আফগানিস্তানে ভূমিমাইন বিস্ফোরণে  নিহত ৮ শিশু

বাংলাপ্রেস অনলাইন : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে ভূমিমাইন বিস্ফোরণে আট শিশু নিহত ও আরো ছয় জন আহত হয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল করিম উরাশ এই ঘটনার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী মাইমানা নগরীর উত্তরাঞ্চলে শিরিন তাগাব জেলার কোহ-ই-সাইয়াদ গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশের মুখপাত্র বলেন, নিহতদের বয়স ছয় থেকে ১২ বছর।

তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালাতে এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে। কিন্তু প্রাণঘাতী এই অস্ত্রে বেসামরিক লোকও মারা যায়।আফগানিস্তানে জাতিসংঘের মিশন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাত সহিংসতায় ১ হাজার ৬৯০ বেসামরিক লোক নিহত ও ৩ হাজার ৪৩০ জনের বেশি লোক আহত হয়েছে।হতাহতের মধ্যে ৩৬৩ শিশু প্রাণ হারিয়েছে ও ৯৯২ জন আহত হয়েছে

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন