১৪ অক্টোবর ২০২৫

আইপিএল নিলামে ২৫-৩০ কোটি দাম উঠতে পারে যে ক্রিকেটারদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আইপিএল নিলামে ২৫-৩০ কোটি দাম উঠতে পারে যে ক্রিকেটারদের
বাংলাপ্রেস ডেস্ক:  আইপিএলের আগামী নিলামকে সামনে রেখে চেন্নাই সুপার কিংস (সিএসকে) বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে। দলের বর্তমান অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিতে পারে সিএসকের কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম থেকে বিষয়টি জেনে অশ্বিন কিছুটা হতাশ হলেও তিনি চান, নিলামের আগেই স্পষ্টভাবে দলের সিদ্ধান্ত জানানো হোক। অশ্বিন বলেন, ‘আইপিএলে ভালো ভারতীয় ক্রিকেটার পাওয়া কঠিন, তাই দল বিদেশি অলরাউন্ডারদের জন্য ভালো দাম দিতে পারে।
’ তিনি মনে করেন, আগামী নিলামে অস্ট্রেলিয়ার মিচেল ওয়েন এবং ক্যামেরন গ্রিনের জন্য বড় লড়াই হবে। একই সঙ্গে ভারতীয় তরুণ পেসার মায়াঙ্ক যাদবও নিলামে আকর্ষণীয় হয়ে উঠবেন। গত আইপিএল লখনউ সুপার জায়ান্ট তাকে ১১ কোটি টাকায় ধরে রাখলেও চোটের জন্য দুটোর বেশি ম্যাচ খেলতে পারেননি। তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অশ্বিন।
নিজের হিন্দি ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেছেন, আইপিএলের আগামী নিলামে ভালো দাম পেতে পারেন বিদেশি অলরাউন্ডারেরা। তার বক্তব্য, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে দলগুলো খুব একটা ঝুঁকি নিতে চাইবে বলে মনে হয় না। কারণ সেরা ভারতীয়েরা কোনো না কোনো দলে রয়েছেন। কয়েকজন তরুণ ক্রিকেটারের দিকে নজর থাকতে পারে দলগুলোর।ফলে বিদেশি অলরাউন্ডারদের দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে দলগুলো। কারো দাম ২৫ বা ৩০ কোটি উঠলেও অবাক হবেন না তিনি।গত আইপিএলে সিএসকে ৯ কোটি ৭৫ লাখ টাকায় অশ্বিনকে ধরে রেখেছিল, কিন্তু তিনি মাত্র ৯টির বেশি ম্যাচ খেলতে পারেননি। পারফরম্যান্সও দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই দল তাকে ছাড়ার মাধ্যমে বাজেটের সুযোগ তৈরি করতে চায়।সিএসকের পরিকল্পনা মাত্র অশ্বিন নয়, প্রায় ১০ জন ক্রিকেটার ছেড়ে দিয়ে ৩৪ কোটি টাকার বাজেট পুনর্গঠন করা।অন্যদিকে, শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন আর সেই দলের হয়ে খেলতে চান না। তাকে নিতে আগ্রহী সিএসকে ও কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক লোকেশ রাহুলকেও কেকেআর দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। অশ্বিন আশা করেন, দলীয় কর্তৃপক্ষ নিলামের আগে স্পষ্ট ও স্বচ্ছভাবে তাদের সিদ্ধান্ত জানাবে, যাতে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন