
আইপিএলে গেইলের ব্যাটিং তাণ্ডব

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


ক্রীড়া ডেস্ক: আইপিএলের গত আসরে দল পেতে কম সমস্যায় পড়তে হয়নি ক্রিস গেইলকে। অনেকেই বলছিলেন ক্রিস গেইল আর চলে না। সেই সমালোচনা এড়িয়ে আসরে দুর্দান্ত ব্যাটিং করেন গেইল।
আইপিএলের চলমান ১২তম আসরে খেলতে নেমেই ব্যাটিংয়ে তাণ্ডব চালান গেইল। সোমবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ব্যাটিং তাণ্ড চালিয়ে যাওয়া গেইল শেষ পর্যন্ত আউট হন বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে। দলীয় ১৬তম ওভারে বেন স্ট্রোকের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপথির দুর্দান্ত ক্যাচে পরিণত হন গেইল।
এদিন ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন গেইল। ৪ রানে লোকেশ রাহুলের বিদায়ের পর দলকে খেলায় ফেরান গেইল। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গেইল থামেন ৪৭ বলে ৭৯ রান করে। তার ইনিংসটি চারটি ছক্কা ও আটটি চারে সাজানো।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



