
আ.লীগ থেকে মনোনয়ন কিনবে মাশরাফি বিন মর্তুজা

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: রাজনীতিতে আসছেন দেশের ক্রিকেটের বরপুত্র মাশরাফি বিন মর্তুজা। শুধু রাজনীতি-ই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি। এজন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে আগামীকাল ধানমন্ডি কার্যালয়ে যাবেন টাইগার অধিনায়ক।
রোববার সকাল সাড়ে ১০ টায় তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন কিনতে যাবেন বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, মাশরাফি আগামীকাল আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্র সংগ্রহ করবেন বলে আমিও শুনেছি।
নড়াইল জেলার এই কৃতিসন্তান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নড়াইল-২ আসনের নৌকার মাঝি হতে চাইছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই উজ্জ্বল নক্ষত্র।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



