১৩ অক্টোবর ২০২৫

বাচ্চাদেরও হতে পারে ফ্যাটি লিভার, সুস্থ রাখতে যা করবেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাচ্চাদেরও হতে পারে ফ্যাটি লিভার, সুস্থ রাখতে যা করবেন
বাংলাপ্রেস ডেস্ক:  বর্তমানে বাচ্চাদের মধ্যেও ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায়। তবে প্রথম থেকেই যদি অভিভাবকরা সতর্ক থাকেন, তা  হলে সুস্থ থাকবে শিশু। তাই ফ্যাটি লিভারের সমস্যা কমানোর জন্য বাচ্চাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা জরুরি। মূলত খাওয়াদাওয়ার তালিকায় সামান্য কিছু পরিবর্তন আনলে, আর নিয়মিত শরীরচর্চা করলেই বাচ্চাদের ফ্যাটি লিভারের সমস্যা এড়ানো যাবে।কোন কোন নিয়ম মেনে চললে বাচ্চাদের শরীরে থাবা বসাবে না ফ্যাটি লিভারের সমস্যা, চলুন জেনে নেওয়া যাক— খাওয়াদাওয়ার ক্ষেত্রে নিয়ম  বাচ্চাদের খাবার ব্যালেন্সড ডায়েট হওয়া উচিত। অর্থাৎ সুষম আহার করতে হবে, যাতে শরীরে কোনো উপকরণেরই ঘাটতি কিংবা আধিক্য না ঘটে। শাক-সবজি থেকে মাছ, মাংস, ডিম সবই খাওয়া জরুরি। খেতে হবে ফল, দুধও।সুষম আহার করলে শরীরে ভিটামিন, প্রোটিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস সঠিকমাত্রায় বজায় থাকবে। অতিরিক্ত তেলযুক্ত খাবার, ভাজাপোড়া, মসলাদার খাবার বাচ্চাদের না দেওয়া তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো।বাচ্চাদের খুব পেট ভরে কখনোই খাবার খাওয়ানো উচিত নয়। বাচ্চা না চাইলে জোর করে কিছু খাওয়াতে যাবেন না।তাতে হিতে বিপরীতে হওয়ার সম্ভাবনাই বাড়বে। একবারে অনেকটা খাবার না খাইয়ে, বারবার বাচ্চাদের অল্প করে খাবার খাওয়ানো উচিত। বাচ্চারা নিজে থেকে পানি খেতে চায় না। তাই এই দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। প্রতিদিন সঠিক পরিমাণে পানি খাওয়াতে হবে বাচ্চাদের, এদিকে খেয়াল রাখতে হবে মা-বাবার।সঠিক পরিমাণে পানি খেলে বাচ্চাদের শরীর এমনিতেই ভালো থাকবে।অতিরিক্ত ওজন বৃদ্ধির থেকে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। আবার ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে তারপরে তার প্রভাবে ওজন অস্বাভাবিক হারে বাড়তে পারে। তাই বাচ্চাদের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।বাচ্চাদের খুব বেশি মিষ্টি, চকোলেট, চিনি, কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম—এগুলো খেতে দেবেন না। অল্প স্বল্প খাওয়া যেতেই পারে। তবে বেশি যেন না হয়। ছোট থেকেই শরীরচর্চার অভ্যাস করান  প্রতিদিনই বাচ্চাদের শরীরচর্চা করা জরুরি। বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো যোগাসন অভ্যাস করা। তবে প্রশিক্ষকের বন্দোবস্ত করে তবেই সন্তানকে শরীরচর্চা করতে পাঠান। বাড়িতেই যোগাসন করতে পারে প্রতিদিন। এ ছাড়া ফ্রি-হ্যান্ড একসারসাইজ, মেডিটেশন—নিয়মিত এসব অভ্যাস করলেও কিন্তু সুস্থ থাকবে বাচ্চাদের শরীর। দেখা দেবে না ফ্যাটি লিভারের সমস্যা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন