
বাজারে পাওয়া যাচ্ছে ডিমওয়ালা ইলিশ



বাংলাপ্রেস অনলাইন: সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ইলিশ মাছ। বাজারে আসা বেশিরভাগই ডিমওয়ালা ইলিশ। আরো অন্তত এক থেকে দু' সপ্তাহ ইলিশ ধরা বন্ধ রাখা গেলে উৎপাদন আরো বাড়ত বলে মনে করছেন বিক্রেতারা।
এদিকে, সরবরাহ কম হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রতিটি ইলিশ। যোগান স্বাভাবিক হতে আরো সপ্তাহ খানেক লাগবে বলে জানিয়েছেন বিক্রেতারা। চন্দ্র মাসের হিসেবে প্রধান প্রজনন মৌসুম ধরে আশ্বিন মাসের প্রথম পূর্ণিমার আগের চারদিন ও পরের ১৭দিন'সহ মোট ২২ দিন বন্ধ রাখা হয় ইলিশ আহরণ। এবছর নিষেধাজ্ঞার মেয়াদ শেষে গেল রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরা।
এরফলে রাজধানীর বাজারগুলোতে দেখা মিলছে রুপালি ইলিশের। কল্যাণপুর নতুন বাজারে গিয়ে দেখা গেলো, বিক্রেতাদের ঝাঁপিতে শোভা পাচ্ছে ছোট বড় ও মাঝারি আকারের ইলিশ। এক কেজি দু'শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০- ১২শ’ টাকা কেজি দরে। ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা আর ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। বিক্রেতাদের মতো প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাড়ানোর দাবি জানালেন, ক্রেতারাও। বাজারে অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে। টেংরা ও চিংড়ি মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আইড় মাছ ৭০০ টাকা আর পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





