১৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে নির্বাচনকে ঘিরে বিদেশি পর্যটকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বান্দরবানে নির্বাচনকে ঘিরে বিদেশি পর্যটকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ

নুসিং থোয়াই মারমা,বান্দরবান থেকে : আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিদেশি নাগরিকদের পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে জেলা প্রশাসন।

আসন্ন একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও এ সময়ে অপ্রীতির ঘটনা এড়াতে বিদেশি নাগরিকদের ভ্রমণ বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দাউদুল ইসলাম।

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় এই তথ্য জানান তিনি।

এ সময়ে সভায় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউিল করিমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের ভ্রমণের সময়ে প্রশাসনকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয়। নির্বাচন চলাকালীন এটি কঠিন হয়ে পড়বে। এছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকাও রয়েছে। এ কারণে ১৭ দিন কোনো বিদেশি নাগরিক বান্দরবান ভ্রমণ করতে পারবে না। ৬ জানুয়ারির পর আগের নিয়মেই তারা এলাকা ভ্রমণ করতে পারবেন। নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, জেলার ৭টি উপজেলায় ১৭৬টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ১৭৬ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৬০৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১২১০ জন পোলিং অফিসার থাকবেন।

এছাড়া জেলার দূর্গম ১৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য বিজিবি, পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দেবেন। উল্লেখ্য, বান্দরবানে এবার আওয়ামী লীগ থেকে বীর বাহাদুর উশৈসিং বিএনপি থেকে সাচিং প্রু জেরী ও ইসলামী আন্দোলনের প্রার্থী শওকতুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন