১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত, আসরে জয়হীন দুই দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত, আসরে জয়হীন দুই দল
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে। তাদের দুই দলের আজকের ম্যাচ কেবলই নিয়মরক্ষার। নিয়মরক্ষার ম্যাচ বলেই হয়তো মন খারাপ রাওয়ালপিন্ডির আকাশেরও। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। এর আগে এই রাওয়ালপিন্ডিতেই বৃষ্টি মুখর আবহাওয়ার জন্য গত মঙ্গলবার পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। একই পরিণতি হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচেও। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আসরে জয়হীন থাকতে হল স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এই আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্টই। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। তবে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া বিভাগ। গুড়িগুড়ি বৃষ্টির তোড়টাও বেড়েছে আগের থেকে। তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। এ গ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত ও নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৯ বিশ্বকাপে। পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগে কখনোই জয় পায়নি। ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই দুই দল প্রথমবার একে অন্যের দেখা হচ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন