
বাংলাদেশ থেকে স্টিভ রোডসের আনুষ্ঠানিক বিদায়


ক্রীড়া ডেস্ক : আনুষ্ঠানিক ভাবে শেষ হলো স্টিভ রোডস অধ্যায়। বিদায় বেলায় মিডিয়াকে এড়িয়ে যান এ ইংলিশ কোচ। তবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে সবসময় প্রধান নির্বাহীকে জানিয়েছেন রোডস।
সদা হাস্যোজ্জ্বল, গনমাধ্যমের প্রিয় মুখ, সবাইকে আপন করে নেয়া স্টিভ রোডসের ভিন্নরূপ। শেষ দিনের মত বিসিবিতে পা রাখলেন এ ইংলিশ কোচ, চোখে মুখে গম্ভীরতা নিয়ে। শেষের আনুষ্ঠানিকতা সেরে যখন ক্রিকেট বোর্ড ছাড়লেন তখনও মলিন, রাজ্যের হতাশায় রোডস। যিনি এগিয়ে এসে কথা বলতেন, কুশল বিনিময় করতেন সেই তিনিই বিদায় বেলায় এড়িয়ে গেলেন গণমাধ্যমকে।
বিসিবির প্রধান নির্বাহী, নিজাম উদ্দিন চৌধুরী বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি-রোডসের সম্পর্কচ্ছেদের গল্পটা অন্ধকারেই থেকে গেলো।
রোডসের প্রস্থানে অসংখ্য প্রশ্ন ক্রিকেট পাড়ায়। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ? দেশী নাকী বিদেশী? স্বল্প নাকী দীর্ঘ মেয়াদে হবে কোচের নিয়োগ। শ্রীলঙ্কা সফরের আগে নতুন কোচ পাবে কি টিম বাংলাদেশ? এসব প্রশ্নের উত্তর এখনই দিতে আগ্রহী নয় বিসিবি। সবকিছু চূড়ান্ত করে বোর্ড সভায় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেট প্রেমীদের।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ef1cd254806.jpg)


-68ed3a37ee5f5.jpg)
