-68ef69f2352bf.jpg)
হামজাকে কাঁধে তুলে নাচলেন প্রবাসী বাংলাদেশিরা

-68ef1cd254806.jpg)
বাংলাপ্রেস ডেস্ক: হংকংয়ের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ। যদিও এশিয়ান কাপের বাছাইপর্বে ভালোভাবে টিকে থাকতে হলে জয়ই দরকার ছিল দলের। তবে ৩৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ড্রয়ে ম্যাচে হাজির প্রবাসী বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট। তারই প্রতিফলন দেখা গেল ম্যাচ শেষে তাদের প্রতিক্রিয়ায়। হামজাকে যেই না দেখতে পেলেন, তাকে কাঁধে তুলে রীতিমতো নাচতে লাগলেন সবাই।
হামজা তার অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন। মাঠে পারফর্ম করছেন, দলের অঘোষিত নেতাও বনে গেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে করেছেন দুর্দান্ত এক ফ্রি কিক গোল। সে গোল একটা বড় সময় ধরে জয়ের স্বপ্নও দেখাচ্ছিল দলকে।
হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও তিনি ছিলেন মাঠে সেরাদের একজন। বল যেখানেই গেছে, তাকে দেখা গেছে সেখানেই। সে ম্যাচ থেকে শেষমেশ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ।
হামজা এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৫ ম্যাচ খেলেছেন। ২ গোল করেছেন, করিয়েছেন আরও এক গোল। তবে তার চেয়েও বড় প্রভাবটা তিনি রেখেছেন মাঠের বাইরে। বাংলাদেশে আবারও ফুটবলের উন্মাদনা চূড়ান্ত রূপে চলে গেছে, সেটা তো তার আসার পরই!
সে উন্মাদনার একটা নমুনাই দেখা গেল গত রাতে। হামজা ম্যাচ শেষ করে টিম বাসে উঠছেন, ঠিক সে সময়ে তাকে গিয়ে ঘিরে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এক পর্যায়ে তাকে কাঁধেই তুলে নেন একজন। এরপর তাকে নিয়ে নাচতে থাকেন সবাই। ‘হামজা ভাই! জিন্দাবাদ!!’ স্লোগান দিতে থাকেন তারা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68ef69f2352bf.jpg)



-68ed3a37ee5f5.jpg)
