১৩ অক্টোবর ২০২৫

বারান্দার গাছ পরিষ্কার রাখবেন যেভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বারান্দার গাছ পরিষ্কার রাখবেন যেভাবে
বাংলাপ্রেস ডেস্ক:  খোলা বারান্দায় শখ করে গাছ লাগানো এখন অনেকেরই অভ্যাস। ফুল ও ফলে ভরা বারান্দা যেমন সুন্দর লাগে, তেমনই তার যত্ন নেওয়া ও পরিষ্কার রাখাও বেশ কষ্টকর। টবে পানি দেওয়ার সময় পানির সাথে মাটি বের হয়ে আসে ফলে মেঝে নোংরা হয়ে যায়। আবার নিয়ম মেনে পরিষ্কার-পরিচর্যা না করলে গাছ ও পরিবেশ উভয়েই ক্ষতির মুখে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ নিয়ম মানলেই বারান্দার বাগান যেমন স্বাস্থ্যকর থাকবে, তেমনই পরিষ্কার-পরিচ্ছন্নও দেখাবে। চলুন, জেনে নিই বারান্দার বাগান পরিষ্কার রাখার কিছু উপায়।১। সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সব টব একদিকে সরিয়ে বারান্দার মেঝে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
অপরিষ্কার মেঝেতে জীবাণু বাসা বাঁধে এবং স্যাঁতসেঁতে পরিবেশ গাছের ক্ষতি করে।২। নিয়মিত টবের মাটি আলগা করে দেওয়া দরকার। এতে শিকড়ে বাতাস চলাচল করে, পানি জমে থাকে না এবং গাছের বৃদ্ধি ভাল হয়।টবে পানি দেওয়ার পর যাতে মাটি বেরিয়ে মেঝেতে কাদা না হয়, তার জন্য টবের নীচে প্লাস্টিকের ঢাকনা বা প্লেট রাখা যেতে পারে। ৩। গাছকে অতিরিক্ত লম্বা হতে দেওয়া উচিত নয়। সঠিক সময়ে ডালপালা ছেঁটে দিলে টব ভারসাম্য বজায় রাখতে পারে এবং ফুলের সংখ্যাও বাড়ে। এতে গাছ কেবল উঁচু নয়, প্রস্থেও সুন্দরভাবে বাড়ে। ৪। গাছের ঝরে পড়া পাতা নিয়মিত সরিয়ে দিতে হবে। নাহলে সেগুলি টবের ছিদ্রের মুখ আটকে দিয়ে বারান্দায় পানি জমিয়ে ফেলতে পারে। দীর্ঘদিন পানি জমে থাকলে বারান্দার নীচের অংশে বা দেওয়ালে সাদা আস্তরণ জমার সম্ভাবনা থাকে। ৫। অনেকেই বারান্দা সাজাতে শোভাবর্ধক বিভিন্ন জিনিস ব্যবহার করেন। মাসে অন্তত দুই-তিন দিন সেগুলোও পরিষ্কার করা জরুরি। বিশেষ করে রাস্তার ধারে বাড়ি হলে বারান্দায় ধুলা দ্রুত জমে যায়। রেলিং থেকে শুরু করে টব পর্যন্ত সবকিছুই নিয়মিত মুছতে হবে। ৬। পরিষ্কারের তালিকায় জানালা, দরজা, তাক, এমনকি বারান্দায় রাখা চেয়ার-টেবিল বা সোফাও বাদ দেওয়া চলবে না। সপ্তাহে অন্তত একবার হলেও এগুলো মুছলে পুরো বারান্দাই থাকবে ঝকঝকে পরিষ্কার। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন