১৫ অক্টোবর ২০২৫

বছরের শেষ ম্যাচে মেসির নতুন বিশ্বরেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বছরের শেষ ম্যাচে মেসির নতুন বিশ্বরেকর্ড
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের শেষ ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ছিল পেরুর বিপক্ষে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ঘরের মাঠে হওয়া ম্যাচটি আর্জেন্টিনা ১-০ গোলে জিতে নেয়। ম্যাচে একমাত্র গোলটি করেন ইন্টারমিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তাকে বলটি বানিয়ে দেন ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতানো তারকা ফুটবলার লিওনেল মেসি। আর এই গোলটি বানিয়ে দিয়েই বিশ্বরেকর্ড গড়েছেন মেসি। পেরুর বিপক্ষে ম্যাচে লাউতারো মার্টিনেজের গোলের অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড স্পর্শ করলেন মেসি। এই কীর্তি যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সঙ্গে যৌথভাবে শীর্ষে নিয়ে এসেছে তাকে। এই রেকর্ডটি করতে মেসি খেলেছেন ১৯১টি ম্যাচ। অন্যদিকে ডনোভান করেছিলেন ১৫৭ ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ডের তৃতীয় স্থানটি দখলে রয়েছে মেসির বন্ধু ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের দখলে। তিনি মাত্র ১২৮ ম্যাচে ৫৭টি অ্যাসিস্ট করেছেন। যদিও দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারছেন না তিনি। মাঠে থাকলে হয়তো আরও আগেই এই তালিকার শীর্ষে চলে যেতেন তিনি। নেইমারের পরের অবস্থানটি বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনার দখলে। তিনি জাতীয় দলের জার্সি গায়ে ১০৭ ম্যাচ খেলে করেছেন ৪৯টি অ্যাসিস্ট। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো অবস্থান করছে পঞ্চম স্থানের। তিনি পর্তুগালের জার্সি গায়ে ২১৭টি ম্যাচ খেলে করেছেন ৪৮টি অ্যাসিস্ট। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন