১৪ অক্টোবর ২০২৫

বড় ব্যবধানে হার মেসির দলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বড় ব্যবধানে হার মেসির দলের
বাংলাপ্রেস ডেস্ক: মেজর লিগ সকারে আজ মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত দুই বছরে এত বড় ব্যবধানে মায়ামি হারেনি। মাঠে ব্যক্তিগত নৈপুণ্যে আবারও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। পাঁচটি শট নিয়েছেন, চারটি গোলের সুযোগ সৃষ্টি করেছেন, আর একটি গোল নিজেই করেছেন। চোটের কারণে মেসির ঘনিষ্ঠ সতীর্থ লুইস সুয়ারেজ ছিলেন না দলে। ফলে আক্রমণভাগ কিছুটা দুর্বল থাকলেও সবচেয়ে বড় ভোগান্তি ছিল রক্ষণভাগে। প্রথমার্ধের ৩২ মিনিট হোলাগোয়ানে ও মারকানিস প্রথমার্ধের অতিরিক্ত ২ মিনিটে গোল করে মিনেসোটাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তি এনে দেন মেসি। ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার পাস ধরে গোল করেন তিনি। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল, যা আবারও ফুটবল ইতিহাসে তার অনন্য অবস্থানকে স্মরণ করিয়ে দেয়। তবে গোলটি মায়ামিকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেনি। ৬৮তম মিনিটে নিজের জালেই বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট, ফলে ব্যবধান আবার বেড়ে যায়। এরপর ৭০তম মিনিটে রবিন লড আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৪-১। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। অপরদিকে, মিনেসোটা ইউনাইটেড ওয়েস্টার্ন কনফারেন্সে সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন