
বিপিএল ক্রিকেটে আজকের খেলা: সিলেট-ঢাকা, খুলনা-কুমিল্লা

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

স্পোর্টস রিপোর্টার: বিপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। ৫ ম্যাচের চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। শেষ ম্যাচে রাজশাহীর কাছে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে সাকিবের দল। তাই এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় তারা।
অন্যদিকে গত ম্যাচে বংপুর রাইডার্সকে হারায় সিলেট সিক্সার্স। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় সিলেট। শুক্রবার বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় খুলনা টাইটন্সের বিপক্ষে লড়বে পয়েস্ট টেবিলের দুই নম্বর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



