১৪ অক্টোবর ২০২৫

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকার বিষয়ে যা বললেন চিটাগাং কিংসের মালিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিসিবির পাওনা ৪৬ কোটি টাকার বিষয়ে যা বললেন চিটাগাং কিংসের মালিক
বাংলাপ্রেস ডেস্ক:  বিপিএল শেষ হওয়ার অনেক দিন হলেও টুর্নামেন্টকে ঘিরে জন্ম নেওয়া বির্তকের এখনো অবসান হয়নি। তেমনি এক বিতর্কিত ঘটনা হচ্ছে দলগুলোর বকেয়া টাকা। সেই তালিকায় আছে চিটাগাং কিংসও। বকেয়া উদ্ধার করতেই এক মাস আগে কিংসের কাছে ৪৬ কোটি টাকা পাওনার আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেই নোটিশের বিষয়টি স্বীকার করলেও, এত কোটি টাকার বিষয়ে অবগত নন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরি। আজ এক সংবাদ সম্মেলনে সামির কাদের জানান, ৪৬ কোটি টাকার বিষয়ে নাকি বিসিবির কাছে কোনো জবাব নেই। তিনি বলেছেন, ‘এতদিন পর আজ কজন বিসিবি পরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, তারা দ্রুতই বসে সমাধান করবেন বিষয়টি। এই ক্ষেত্রে মজার বিষয় হলো, এই ৪৬ কোটি টাকার ফিগারটা নিয়ে উনাদের কাছেও কোনো জবাব নেই, আমার কাছেও কোনো জবাব নেই।কিন্তু বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকার ফিগার। কিন্তু এই ফিগারটা কোথা থেকে এসেছে এটার কোনো উত্তর নেই। বিসিবি থেকে উল্টো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল—এই ফিগার কিভাবে এসেছে! আশা করি, বিসিবির সঙ্গে বসে এটার সমাধান করব।’ এর আগে বসতে চেয়ে বহুবার বিসিবির সঙ্গে যোগাযোগ করেও পারেননি বলে অভিযোগ করেছেন সামির।তিনি বলেছেন, ‘আজ থেকে মাসখানেক আগে আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ৪৬ কোটি টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়। সেটার বিপক্ষে আমরা একদিন পরেই বিসিবিকে উত্তর দিয়েছি। লিগ্যাল নোটিশের পর থেকে আমার পক্ষ থেকে বারবার বার্তা যায় বসার জন্য। বসে সমাধান করার চেষ্টা আমি করেছি।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন