
বিশ্ব চ্যাম্পিয়ন হলো চেলসি, কিন্তু ট্রাম্পের অফিসে আসল ট্রফি

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


সাক্ষাৎকারের একপর্যায়ে ট্রাম্প আরও জানান, তিনি নির্বাহী ক্ষমতাবলে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলাকে ‘সকার’ না বলে ‘ফুটবল’ বলার নির্দেশ দিতে পারেন।
ট্রাম্প পুরস্কার বিতরণী মঞ্চে ওঠার আগে তাঁকে ক্লাব বিশ্বকাপ জয়ের পদক উপহার দেন ইনফান্তিনো। ফিফার টুর্নামেন্টে সাধারণত কোনো দল চ্যাম্পিয়ন হওয়ার পর উদ্যাপনের জন্য তাঁদের আসল ট্রফিটি দেওয়া হয় কিছুক্ষণের জন্য। পরে রেপ্লিকা ট্রফি দেওয়া হয় স্থায়ীভাবে। কিন্তু চেলসির ক্ষেত্রে তা না হওয়ায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন ফিফায় যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি।মঞ্চে ট্রাম্পের দাঁড়িয়ে থাকা নিয়ে চেলসি অধিনায়ক রিস জেমস সংবাদমাধ্যমকে পরে বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল তিনি (ট্রাম্প) ট্রফি উপহার দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম যে মঞ্চ থেকে তিনি নেমে যাবেন। কিন্তু তিনি থাকতে চেয়েছেন।’
বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



