১৪ অক্টোবর ২০২৫

বিশ্ব চ্যাম্পিয়ন হলো চেলসি, কিন্তু ট্রাম্পের অফিসে আসল ট্রফি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিশ্ব চ্যাম্পিয়ন হলো চেলসি, কিন্তু ট্রাম্পের অফিসে আসল ট্রফি
  বাংলাপ্রেস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে একবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ওভাল অফিসে এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে গিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোনালি সেই ট্রফি কি তখন ট্রাম্পের খুব পছন্দ হয়েছিল? প্রশ্নটি উঠছে কারণ, ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফিটি পায়নি চেলসি। ওটা ওভাল অফিসে রেখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে গত রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারায় চেলসি। ট্রাম্প জানিয়েছেন, ফিফার পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটির রেপ্লিকা দেওয়া হয়েছে ইংলিশ ক্লাবটিকে, আর মূল ট্রফি থাকবে ওভাল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কেবিনেটের কিছু সদস্য নিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে গিয়েছিলেন ট্রাম্প। চেলসির খেলোয়াড়দের হাতে ট্রফিও তুলে দেন তিনি ও ইনফান্তিনো। চেলসির খেলোয়াড়েরা মঞ্চে উদ্‌যাপন করার সময়ও মঞ্চ থেকে নামেননি ট্রাম্প। এ সময় ফিফা সভাপতি তাঁকে নেমে যাওয়ার অনুরোধ করেন। ওভাল অফিসে গত মার্চে ক্লাব বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন ট্রাম্প। এর পর থেকে ট্রফিটি সেখানেই আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ট্রফি নিয়ে ফাইনালের দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের সম্প্রচারক ডিএজেডএনকে ট্রাম্প বলেছেন, ‘তাদের (ফিফা) কাছে জানতে চাইলাম তোমরা ট্রফিটা কখন নেবে? (তারা বলেছে) আমরা এটা কখনোই নেব না। ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন। আমরা নতুন একটি বানাচ্ছি।’ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরপর যোগ করেন, ‘তারা সত্যি সত্যিই নতুন একটি বানিয়েছে। তাই ওটা (ট্রফি) এখন ওভাল অফিসে আছে।’ আসল ট্রফি ও রেপ্লিকার মধ্যে কোনো ফারাক আছে কি না, তা জানা যায়নি
সাক্ষাৎকারের একপর্যায়ে ট্রাম্প আরও জানান, তিনি নির্বাহী ক্ষমতাবলে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলাকে ‘সকার’ না বলে ‘ফুটবল’ বলার নির্দেশ দিতে পারেন। ট্রাম্প পুরস্কার বিতরণী মঞ্চে ওঠার আগে তাঁকে ক্লাব বিশ্বকাপ জয়ের পদক উপহার দেন ইনফান্তিনো। ফিফার টুর্নামেন্টে সাধারণত কোনো দল চ্যাম্পিয়ন হওয়ার পর উদ্‌যাপনের জন্য তাঁদের আসল ট্রফিটি দেওয়া হয় কিছুক্ষণের জন্য। পরে রেপ্লিকা ট্রফি দেওয়া হয় স্থায়ীভাবে। কিন্তু চেলসির ক্ষেত্রে তা না হওয়ায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন ফিফায় যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি।মঞ্চে ট্রাম্পের দাঁড়িয়ে থাকা নিয়ে চেলসি অধিনায়ক রিস জেমস সংবাদমাধ্যমকে পরে বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল তিনি (ট্রাম্প) ট্রফি উপহার দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম যে মঞ্চ থেকে তিনি নেমে যাবেন। কিন্তু তিনি থাকতে চেয়েছেন।’ বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন