১৫ অক্টোবর ২০২৫

বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিয়ে জিতল পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১২ এএম
বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দিয়ে জিতল পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:   লাহোরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো ধসিয়ে দিয়েছে পাকিস্তান। তুলে নিয়েছে ৯৩ রানের দারুণ এক জয়। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটাও করেছে দারুণভাবে।

বুধবার শেষ দিনে পাকিস্তানের স্পিনার নোমান আলির ১০ উইকেট ও শাহিন আফ্রিদির আগুনে স্পেলে দক্ষিণ আফ্রিকা ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অলআউট হয় ১৮৩ রানে।

পুরো ম্যাচ জুড়ে নোমান ছিলেন পাকিস্তানের নায়ক। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪টি, মোট ১০ উইকেট। লাহোরের টার্নিং উইকেটে তার নিখুঁত লাইন ও লেন্থে দিশেহারা ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। 

দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ তিন উইকেট— এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার ও দলের পক্ষে সর্বোচ্চ রান করা ডেওয়াল্ড ব্রেভিসকে। ব্রেভিস ৫৪ বলে ৫৪ রান করেন।

শাহিন শাহ আফ্রিদি নোমানের সঙ্গী হয়ে ধ্বংসযজ্ঞে যোগ দেন। তিনি দ্বিতীয় ইনিংসে চার ব্যাটারকে আউট করেন, যার মধ্যে ছিলেন কাইল ভেরেইনা ও কাগিসো রাবাদা। সাজিদ খানও শেষ দিকে দুটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দেন।

রায়ান রিকেলটন (৪৫) ও ব্রেভিস কিছুটা প্রতিরোধ গড়লেও পাকিস্তানের বোলারদের ধার আটকাতে পারেননি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ৬১তম ওভারে ১৮৩ রানে।

পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয় তাদের প্রথম ইনিংসের ৩৭৮ রান। ইমাম-উল-হক (৯৩), শান মাসুদ (৭৬), মোহাম্মদ রিজওয়ান (৭৫) ও সালমান আগা (৯৩) দলকে বড় স্কোর এনে দেন। মাঝের দিকে কিছু উইকেট পড়লেও দক্ষিণ আফ্রিকাকে ২৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০৯ রানের লিড নেয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানে ইনিংস শেষ করে। বাবর আজম (৪২), আবদুল্লাহ শফিক (৪১) ও সাউদ শাকিল (৩৮) দলের পক্ষে রান করেন। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ছিলেন তাদের সেরা বোলার, ম্যাচে নিয়েছেন ১১ উইকেট (প্রথম ইনিংসে ৬, দ্বিতীয় ইনিংসে ৫)। সাইমন হারমার নেন ৪ উইকেট।

২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ধাক্কা খায়। অধিনায়ক আইডেন মার্করাম আউট হন মাত্র ৩ রানে, আর মুল্ডার ফেরেন শূন্য হাতে। রিকেলটন ও ব্রেভিস কিছুটা লড়াই দিলেও পাকিস্তানের বোলারদের ধারালো আক্রমণে দলটি ভেঙে পড়ে।

১২৮ রানে ৫ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটাররা যোগ করেন মাত্র ৫৫ রান। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১৮৩ রানে, পাকিস্তান পায় প্রাপ্য জয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন