১৪ অক্টোবর ২০২৫

বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এবারের আসর মাত্র ১০ মাস দূরে। এর মধ্যে বিশ্বকাপ ঘিরে ছড়াতে শুরু করেছে নানামুখী উত্তাপও। ব্রাজিল দর্শকদের জন্য সেই উত্তাপের ফল আপাতত নেতিবাচক। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলের দর্শকেরা।গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার করা এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন।এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শক যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না। অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ানের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সম্ভাবনা আছে। সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে ব্রাজিলীয় সিনেটরদের ওয়াশিংটন ভ্রমণের সময়ই ভিসা সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। ফলে রাজনীতিকেরাও এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন। ট্রাম্পের নিতে যাওয়া সম্ভাব্য এ পদক্ষেপের কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা। এখন ট্রাম্প যদি সাধারণ ব্রাজিলিয়ান ভিসা প্রদানের ওপর স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ফুটবলপাগল দেশটির সমর্থকদের জন্য ব্যাপকভাবে হতাশার কারণ হবে। ট্রাম্পের সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা সামনে এলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ব্রাজিলের সরকার ও ফিফা। তবে দিন গড়ানোর সঙ্গে বিষয়টি আরও পরিষ্কার হবে। যদি শেষ পর্যন্ত এ গুঞ্জন যদি সত্যি হয়, তবে ইরানের পাশাপাশি ব্রাজিলও বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের সংকটে পড়তে পারে। এর আগে গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। যদিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড় ও কোচদের ওপর এ নিষেধাজ্ঞা প্রয়োগ হবে না। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন