বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন ৬ মাসের বাকি। তাই স্বাভাবিকভাবেই ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার যথেষ্ট সময় রয়েছে দলগুলোর হাতে। সঙ্গে টুর্নামেন্টকে ঘিরে পরিকল্পনারও সুযোগ পাচ্ছে।
সেই পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে ইতিমধ্যে একধাপ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।দলটির অধিনায়ক মিচেল মার্শের কণ্ঠে তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। একাদশের শুরুটা কেমন হবে সেটা জানিয়ে দিয়েছেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ট্রাভিস হেডের সঙ্গে তিনি জুটি বাঁধবেন এটা নিশ্চিত করেছেন মার্শ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বিশ্বকাপের ওপেনিং জুটির কথা নিশ্চিত করেছেন মার্শ।আইসিসির টুর্নামেন্টটি সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করার কথা জানিয়ে অধিনায়ক বলেছেন, ‘আগামীতে ট্রাভিস হেড এবং আমি ইনিংসের শুরুটা করব। একসঙ্গে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাতে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। তাই আমরা সেখানে (বিশ্বকাপে) শুরুটা করব।বিশ্বকাপের আগে ১৫টি ম্যাচ পাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচগুলোয় বিশ্বকাপের ভাবনা কাজে লাগাতে চায় তারা। এ বিষয়ে মার্শ বলেছেন, ‘বিশ্বকাপের আগে ১৫ ম্যাচ পাব। যে স্টাইলে খেলতে চাই সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাবে। এটা নিশ্চিত করতে হবে যে, ছেলেরা প্রতিটা মুহূর্ত উপভোগ করবে এবং সিরিজ জিতবে।পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পথে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন টিম ডেভিড। নিজের স্বাভাবিক পজিশনের চেয়ে ওপরে খেলে ৩৭ বলে বিধ্বংসী সেঞ্চুরি করার সুযোগ পান তিনি। তাই তাকে নিয়ে নতুন পরিকল্পনা করার কথা জানিয়েছেন মার্শ। তিনি বলেছেন, ‘এ বিষয়ে (ব্যাটিং অর্ডারে উন্নতি) আমরা কথা বলেছি। ক্যারিবিয়ানে আমরা দেখেছি। স্বাভাবিক পজিশনের থেকে ওপরে খেলার সুযোগ পেয়েছে। তার দক্ষতার প্রমাণ পাওয়া গেছে। সে যত বল মোকাবিলা করতে পারবে আশা করি বেশি ম্যাচ আমাদের জেতাতে পারবে।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]