১৪ অক্টোবর ২০২৫

বিশ্বকাপের আগে দারুণ সুখবর দিলেন রুবেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিশ্বকাপের আগে দারুণ সুখবর দিলেন রুবেল

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে চোট নিয়ে দুশ্চিন্তায় বেশ কয়েকটি দল। গতকালই চোটে পড়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান। একই দিনে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন শ্রীলঙ্কার অভিষেক ফার্নান্দো। শুধু ইংল্যান্ড-শ্রীলঙ্কা নয়, চোট হানা দিয়েছে ভারত শিবিরেও। ওয়ার্ম আপ ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। সবমিলিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দুশ্চিন্তায় পড়ে গেছে দলগুলো। তবে ইনজুরি বিষয়ে বাংলাদেশের সমর্থক ও টিম ম্যানেজমেন্টকে বড় সুখবর দিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। শুক্রবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে ডানহাতি এই পেসার জানিয়েছেন, আপাতত চোট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে।

গত কয়েক মাসে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড় চোটে পড়েছেন। সাকিব আল হাসান থেকে শুরু করে মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, সাইফউদ্দিন, মিরাজ, মুশফিক, তামিম, রুবেলসহ অনেকেরই টুকটাক চোট সমস্যা ছিল। তবে বেশি চিন্তা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলের সহ-অধিনায়ক সাকিবকে নিয়ে। দীর্ঘ এক-দেড় বছর থেকে চোটের সঙ্গে লড়াই করছেন তিনি। নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টন টেস্টের পর চোটের কারণে বোলিং করতে পারেননি মাহমুদউল্লাহও।

তবে বিশ্বকাপের আগে স্বস্তির কথা হলো আপাতত কোনো চোট সমস্যা নেই বাংলাদেশ দলে। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে চোটে পড়া সাকিব এখন বেশ ভালো আছেন। বোলিং শুরু করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। গতকাল কার্ডিফের ক্যাথেড্রাল স্কুল মাঠে চোট কাটিয়ে প্রথম বল হাতে নিয়েছেন তিনি। আপাতত কাঁধে টেপ পেঁচিয়েই হাত ঘোরাচ্ছেন মাহমুদউল্লাহ। সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ।

বিশ্বকাপকে সামনে রেখে কার্ডিফে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে ফাস্ট বোলার রুবেল হোসেন বলেন, ‘আমি এখন সম্পূর্ণ ফিট। শেষ চার-পাঁচটা সেশনে আমি পূর্ণ গতিতে বোলিং করেছি। দলের কারোরই এখন তেমন চোটের সমস্যা নেই। যত দূর জানি, সাকিব ভাইও এখন ভালো আছেন। বোলিং করছেন, ফিল্ডিং করছেন, সবকিছুই ঠিকভাবে করতে পারছেন। আমার মনে হয় না, দলে এখন কারো ইনজুরি সমস্যা আছে।’

আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে পা রেখেছেন মাশরাফিরা। শিরোপা জেতার আত্মবিশ্বাসের সঙ্গে দলের এই চনমনে চেহারা বিশ্বমঞ্চে টাইগারদের সাহায্য করবে বলে মনে করছেন রুবেল। তাঁর কথায়, ‘সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। ত্রিদেশীয় সিরিজে আমরা খুব ভালো ব্যাটিং, বোলিং করে বিশ্বকাপে পা রেখেছি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আশা করি সবাই ধারাবাহিকতা ধরে রাখবে। সবাই যদি নিজের ভূমিকা বোঝে, ভালো করতে পারে, আশা করি ভালো কিছুই হবে।’

বলা হচ্ছে, এবারের বিশ্বকাপ হবে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং-স্বর্গ। তবে ব্যাটসম্যানদের জন্য যতটা ভালো, ঠিক ততটাই চ্যালেঞ্জ বোলারদের জন্য। সেই চ্যালেঞ্জ নিয়েই ভালো করার প্রত্যয় রুবেলের মুখে। ডানহাতি এই পেসার বলেন, ‘আয়ারল্যান্ড আর ইংল্যান্ডে প্রায় কাছাকাছি উইকেট থাকে। এখানে অনেক রান হয়। এই ধরনের কন্ডিশনে ম্যাচ জিততে হলে পেস বোলারদের ভালো করতেই হবে। তাদের উপরই অনেক কিছু নির্ভর করে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কীভাবে কম রান দেব কিংবা উইকেট বের করে দেব। এই ধরনের কন্ডিশনে নতুন বলে, মিডল ওভারে বা ডেথে কীভাবে বোলিং করতে হবে, সেটা নিয়ে পরিশ্রম করছি আমরা। আশাকরি ভালো কিছু হবে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন