
বাংলাপ্রেস ডেস্ক: রিও ডি জেনিরোর একটি আদালত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজকে অপসারণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ফেডারেশনের বোর্ড সদস্যদেরও সরিয়ে দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহসভাপতি ফার্নান্দো সারনি। রয়টার্স
সারনি নিজেই রদ্রিগেজের অপসারণের আবেদন করেছিলেন এবং আদালত তাকে যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে। তবে এ বিষয়ে সিবিএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
রদ্রিগেজকে সরানোর মূল কারণ হচ্ছে একটি চুক্তিকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ। সাবেক সিবিএফ সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার স্বাক্ষর জাল করে রদ্রিগেজ নিজেকে ২০৩০ সাল পর্যন্ত পুনর্নির্বাচনের সুযোগ করে দেন বলে অভিযোগ ওঠে। আদালতের মতে, নুনেস দে লিমার মানসিকভাবে অক্ষম, কারণ ২০১৮ সাল থেকে তিনি মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন এবং তার পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো রায়ে বলেন, চুক্তিটি বাতিল এবং অকার্যকর ঘোষণা করছি। এর ফলে বর্তমান সিবিএফ প্রশাসনের বৈধতা স্বীকার করা যাচ্ছে না। সংগঠনটি নেতৃত্বশূন্য থাকতে পারে না এবং একটি বৈধ নির্বাচন এখন আবশ্যক।
এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে রদ্রিগেজ আদালতের আদেশে অপসারিত হয়েছিলেন। পরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাকে পুনর্বহাল করে, কারণ তার অনুপস্থিতিতে ব্রাজিল দল ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারত।
উল্লেখ্য, এ বছরের মার্চে রদ্রিগেজ পুনর্নির্বাচিত হন এবং সম্প্রতি কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলের কোচ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে আবারও তাকে সিবিএফ সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হলো।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]