বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নারী দলের ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা সাবিনা খাতুনদের। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। তার আগে এই বিদ্রোহে ম্যাচ নিয়ে জেগেছে শঙ্কা।
সূত্রে জানা গেছে, কোচ পিটার জেমস বাটলারের অধীনে অনুশীলন এবং কোনো ম্যাচ খেলবেন না সাবিনারা। ব্রিটিশ কোচ ঢাকায় আসার পর মঙ্গলবার তার অধীনে অনুশীলনে অংশ নেননি সিনিয়র ফুটবলাররা।
দীর্ঘদিন পর ফিরে মেয়েদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন বাটলার। কিন্তু কোচের ডাকে সাড়া দেননি মেয়েরা। বুধবারও কেউ অনুশীলনে যাননি। বাটলারের অধীনে সিনিয়র ফুটবলাররা অনুশীলন করতে আগ্রহী নন।
গত বছর অক্টোবরে সাফ ফুটবলের সময় থেকে কোচের সঙ্গে দূরত্ব বেড়েছে সাবিনাদের। বাটলারকে আর কোচ হিসাবে চান না মেয়েরা। তারপরও তাকে আরও দুই বছরের জন্য রেখে দিয়েছে বাফুফে। এ ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসতে চান ফুটবলাররা।
এদিকে নারী ফুটবলাররা অক্টোবরের পর বেতন পাননি। নতুন করে তাদের সঙ্গে চুক্তি করার কথা বাফুফের। সেই চুক্তি সেরে তবেই অনুশীলনে অংশ নেওয়ার পক্ষে মেয়েরা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]