১৪ অক্টোবর ২০২৫

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত
ক্রীড়া ডেস্ক: এবারের বিশ্বকাপে বৃষ্টির শঙ্কা ছিলো আগে থেকেই। বৃষ্টির কারণে ভেসে যেতে পারে বেশ কয়েকটি ম্যাচ এমন পূর্বাভাসও ছিলো। সে পূর্বাভাস সত্যি করে এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে বিশ্বকাপের দুটি ম্যাচ। গত শুক্রবার বৃষ্টিতে ভেসে গিয়েছিলো শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে টসও হয়নি। আজ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো ওয়েস্ট ইন্ডিজ- দক্ষিণ আফ্রিকা ম্যাচও। ফলে দুই দলকে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে নিতে হচ্ছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। সাউদ্যাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পযর্ন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭.৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান করে প্রোটিয়ারা। গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি নামতেই উইকেট কাভারে ঢেকে রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ আম্পয়ার। এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১১ রানের মাথায় হাশিম আমলাকে (৬) ক্রিস গেইলের ক্যাচ বানিয়ে মিলিটারী স্যালুট দিয়েছেন শেলডন কটরেল। দলীয় ২৮ রানে এইডেন মার্করামকেও (৫) ফেরান এই বাঁ-হাতি মিডিয়াম পেসার। ব্যাটিংয়ে ছিলেন ওপেনার কুইন্টন ডি কক (১৭) ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস (০)। এর পর আর বল মাঠে গড়ায়নি। অন্যদিকে এই বৃষ্টিই আশির্বাদ নিয়ে হাজির হলো দক্ষিণ আফ্রিকার জন্য। বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হওয়ায় শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়ে খাতা খুললো প্রোটিয়ারা। চার ম্যাচ শেষে এখন দক্ষিণ আফ্রিকার নামের পাশে শোভা পাচ্ছে ১ পয়েন্ট। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন