
বউকে দিয়ে কি করাতে চান শাহরুখ খান !

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম


বাংলাপ্রেস অনলাইন: শাহরুখ খান মানেই কথার জারিজুরি। কোন কথা যে মজার মোড়কে বলবেন, আর কোনটা সিরিয়াস- তা বোঝা দায়। এ হেন পরিস্থিতি প্রায়ই সামলান তাঁর সহকর্মীরা। এ বার প্রকাশ্যেই শাহরুখের বাক্যবাণ সামলালেন তাঁর স্ত্রী গৌরী। আসলে গৌরীকে দিয়ে বিশেষ একটি কাজ করাতে চান বলিউড বাদশা। নিজেদের বিবাহবার্ষিকীর দিন প্রকাশ্যে এল সেই তথ্য।
গৌরী পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। বহু বলি সেলেবের অন্দরমহল সাজিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি কস্টমেটিক্স ব্র্যান্ডের স্টুডিও ডিজাইন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করতেই শাহরুখ প্রশ্ন করেন, ‘আমার অফিসটা কবে ডিজাইন করে দেবে তুমি?’ গৌরীও মজা করে উত্তর দেন, ‘আমি অবসর পেলে করে দেব...।’
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





