১৪ অক্টোবর ২০২৫

ছক্কার মন্ত্রে বদলাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ছক্কার মন্ত্রে বদলাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিং
  বাংলাপ্রেস ডেস্ক: সালমান মির্জার বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। বলের লাইনে এসে পারভেজ হোসেন যে শট খেললেন, তাতে তাঁর এক হাত ছুটে গেল। তবে এক হাতে মারা ওই শটেই উড়িয়ে বল সীমানা পার করেছেন পারভেজ। ৫ ছক্কার ইনিংসে ৩৯ বলে ৫৬ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন এই বাঁহাতি। কোন ছক্কাটা প্রিয় প্রশ্নের উত্তর পারভেজ বলেছেন, ‘এক হাতে মারা ওই ছক্কাটাই।’ টি-টোয়েন্টি সংস্করণে দ্রুত রান তোলার বড় মাধ্যমই ছক্কা। শুধু রোববার রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই নয়, বাংলাদেশের ব্যাটিংয়ে রান তুলতে ছক্কায় মনোযোগী হওয়ার প্রবণতা বেড়েছে বছর দু-এক ধরেই। পরিসংখ্যানই দিচ্ছে সেই সাক্ষ্য। ২০০৬ থেকে টি-টোয়েন্টি খেলে এলেও বাংলাদেশ দল ইনিংসে ১০ বা এর বেশি ছক্কা প্রথমবার মারতে পেরেছে এক যুগ পর। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ছক্কায় কেটেছিল ওই খরা। এর পরের সময়টা আরও ৮ বার ইনিংসে ১০টির বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ, যার ৭টিই গত দুই বছরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার হার যে নিয়মিতই বাড়ছে, সেটি স্পষ্ট এ বছরের পরিসংখ্যানেও। ২০২৫ সালে এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, এর মধ্যেই ম্যাচে ১০‍+ ছক্কা দেখা গেছে চারবার। আর ছক্কাসংখ্যার এই বৃদ্ধিতে বড় অবদান টি-টোয়েন্টি দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজের। ২৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ ছক্কা মেরে এখন টি-টোয়েন্টিতে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ৯ নম্বরে তানজিদের নাম, তাঁর চেয়ে দুই ধাপ পেছনে থাকা পারভেজ ১৬ ম্যাচে মেরেছেন ২৪ ছক্কা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আর কারোরই ইনিংস–সংখ্যার চেয়ে ছক্কা বেশি নেই। ১৪১ ম্যাচে ৭৭ ছক্কায় তালিকায় সবার ওপরে মাহমুদউল্লাহ। কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পর পারভেজ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ছক্কা মারার এই মন্ত্র তাঁদের ব্যক্তিগত নয়, বরং পুরো দলেরই, ‘টি-টোয়েন্টি খেলতে হলে ছক্কা মারার সামর্থ্য থাকতেই হবে। আল্লাহর রহমতে আমাদের দলের সবার সে সামর্থ্যটা আছে।’ ওই সামর্থ্যের প্রমাণের জন্য বাংলাদেশ দল তাকিয়ে থাকে স্বীকৃত ব্যাটসম্যানদের দিকেই। সেটাই তাঁরা করেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর ম্যাচে। মিরপুরে সফরকারীদের ১১০ রান বাংলাদেশ তাড়া করে ফেলেছে ২৭ বল আর ৮ উইকেট হাতে রেখে। ওপেনার পারভেজ মেরেছেন ৫ ছক্কা, চারে নামা তাওহিদ হৃদয় দুটি। তবে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়েরই ছক্কা মারার সামর্থ্য আছে বলে বিশ্বাস পারভেজের, ‘একদম শেষ যে ব্যাটসম্যান আছে, সেও ছক্কা মারতে পারে। এটা আমাদের অনেক ভালো উপকার দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ত করতে পারব, আমাদের জন্য ভালো হবে।’ পাকিস্তানের বিপক্ষে আগামীকাল ও ২৪ জুলাই পরের দুই টি-টোয়েন্টিতেও নিশ্চয়ই ওই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তাঁরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন