১৫ অক্টোবর ২০২৫

চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক চলতি বছরেই অনুষ্ঠিত হতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকের এ আগ্রহের কথা জানান ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে পার্শ্ববৈঠকের অংশ হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানরা দ্বিপক্ষীয় বৈঠকেও বসছেন। সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেমনি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ট্রাম্প ও মুন জায়ে ইন উত্তর কোরিয়াসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সে সময় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। এখন দু’দেশের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে দু’দেশের মধ্যে অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া আরো এগিয়ে নিতে চায়। এজন্য দ্রুতই তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন। গত ১২ই জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করেন। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দু’দেশের মধ্যে এখনো দর কষাকষি চলছে।গত সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিম ও ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন