১৪ অক্টোবর ২০২৫

চমক নিয়ে আসছেন তাপসী পান্নু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চমক নিয়ে আসছেন তাপসী পান্নু
বাংলাপ্রেস ডেস্ক:  গত এক দশকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাপসী পান্নু। শুধু গ্ল্যামারে আটকে থাকেননি, অভিনয়েও দর্শক মন জয় করে নিয়েছেন। পিংক, থাপ্পড়, হাসিন দিলরুবা কিংবা ডাংকি—প্রত্যেকটা সিনেমাতেই ভিন্ন আঙ্গিকে হাজির হয়ে চমকে দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও ফের চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী।অভিনয় করতে যাচ্ছেন কমেডি জনরায়, যে জনরায় আগে তাকে দেখেননি দর্শক। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন মুদাস্সর আজিজ প্রযোজিত ও অমিত রায়ের পরিচালিত ‘জামানা ক্যায়া কাহেগা’ সিনেমায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরো গল্পের কেন্দ্রে ঘুরবে তাপসীকে ঘিরেই তৈরি হওয়া ঘটনাপ্রবাহ। তার চরিত্রটি হবে প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত এবং ঘটনাকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি।এই ছবিতে আরও অভিনয় করবেন ফারদিন খান ও অম্মি বীর্ক। তাপসীর ক্যারিয়ার বরাবরই ছিল ব্যতিক্রমী। কখনো সামাজিক ইস্যুতে সোচ্চার, কখনও পরীক্ষামূলক চরিত্রে ঝুঁকি নেওয়া– তার সাহসী পদক্ষেপগুলো তাকে সমসাময়িকদের ভিড়ে আলাদা করেছে। অন্যদিকে ‘হ্যাপি ভাগ জায়েগি’ বা ‘পতি পত্নী অউর ওহ’-এর মতো ছবি দিয়ে মুদাস্সর আজিজ প্রমাণ করেছেন, তিনি জানেন দর্শককে কীভাবে হাসাতে হয়।এবার প্রযোজকের আসনে বসে তিনি চেয়েছেন তাপসীকে সামনে রেখে গল্প এগিয়ে নিতে। ‘খেল খেল মে’ ছবির সেটে তাপসীর সঙ্গে গল্প শোনানোর সময়ই তিনি বুঝতে পারেন, এই চরিত্রের জন্য উপযুক্ত মুখ কেবল তাপসীই। এরপর তাপসীও রাজি হয়ে যান ছবিতে অভিনয় করতে। তার মতে, তাপসীর প্রাণবন্ত অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছবিকে এক ভিন্ন মাত্রা দেবে। গত বছরে মুক্তি পাওয়া ‘খেল খেল মে’ ছবির সেটে আলাপচারিতার সময়ই নাকি তিনি তাপসীকে গল্প শোনান এবং সেখানেই তাপসী রাজি হয়ে যান প্রজেক্টে যোগ দিতে।জানা গেছে, সিনেমাটির দৃশ্যধারণ হবে ভারত ও যুক্তরাজ্যে। ইতোমধ্যেই লোকেশন রেকি শেষ করেছেন নির্মাতা। আসছে সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে, আর সব ঠিক থাকলে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন