১৪ অক্টোবর ২০২৫

দাবানলে হলিউড স্টারের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দাবানলে হলিউড স্টারের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। লাখের বেশি মানুষ তাদের বাড়ি ছেড়েছেন। তবে অনেকেই দাবানলের আগুনে প্রাণ হারিয়েছেন। প্রাণ হারিয়েছেন হলিউডের এক সাবেক অভিনেতাও। হলিউডের অনেক তারকারাই লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। তাদের বেশিরভাগ নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তবে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজ দাবানলের আগুনে মারা যায়। পিপল থেকে জানা যায় লস অ্যাঞ্জেলস মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন ররি। সেই বাড়িতে আগুন লেগেই প্রাণ হারান ৩২ বছর বয়সী সাবেক এই হলিউড অভিনেতা। ছেলের মৃত্যুর খবর দিয়েছেন মা শেলী স্কাইজ। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল। শেলী স্কাইজ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেয়ার সময়ে নজরে আসে যে পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপ আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না তখন। আমরা পানির জন্য স্থানীয় দমকলের দফতরে ছুটে যাই। কিন্তু ফিরে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয় বংশোদ্ভূত ররি স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক ‘কিডি ক্যাপার’-এ অভিনয়ের মাধ্যমে। অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে বেশ জনপ্রিয় হন। তিনি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও পরিচিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন