১৪ অক্টোবর ২০২৫

দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: মুশফিকের সেঞ্চুরিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ। নটিংহ্যামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ রানে জিতেছে অজিরা। টস জিতে ওয়ার্নারের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৩৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১২১ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। যদিও ১০ রানে জীবন পেয়েছিলেন ওয়ার্নার। ফ্রন্টলাইন বোলারদের ব্যর্থতায় ফিঞ্চকে আউট করে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পার্টটাইমার সৌম্য সরকার। এরপর উসমান খাজাকে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন ওয়ার্নার। ১১০ বলে পুর্ণ করেন সেঞ্চুরি।

জুটি ভাঙ্গতে আবারো জ্বলে ওঠেন সৌম্য। ফিরিয়ে দেন ১৬৬ রান করা ওয়ার্নার ও ৮৯ রান করা খাজাকে। ৪৯ ওভারে বৃষ্টিতে ২৪ মিনিট খেলা বন্ধ থাকে। ৩৮২ রানের টার্গেটে তামিম-সৌম্য দারুন শুরু করেও ভুল বোঝাবুঝিতে সৌম্য ফিরে যান দলীয় ২৩ রানে। তামিমের সাথে জুটি বেঁধে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব গ্যালারি মাতিয়ে তোলেন। তবে ৪১ রানে সাকিব ও ৬২ রানে তামিম ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। পরে মাহমুদুল্লাহকে নিয়ে মুশফিকের জুটিতে লড়াই জমিয়ে তোলে টাইগাররা। মুশফিক বিশ্বকাপে প্রথম ও ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পুর্ণ করে ১০১ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল্লাহ ৬৯ রান করেন। বিশ্বকাপে সর্বোচ্চ ৩৩৩ রান করে শেষ হয় টাইগারদের ইনিংস। এই পরাজয়ে সেমিফাইনালের স্বপ্ন কঠিন হয়ে পড়লো টাইগারদের। শেষ চারের পথে এগিয়ে গেলো অজিরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন