
দেবীগঞ্জে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি , প্রতিষ্ঠান ও নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের অর্থ বিতরন


দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে জনপ্রতি ৫ হাজার করে টাকা এককালিন অর্থ হিসেবে ৫ লাক্ষ ৪৫ হাজার টাকা এবং সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্থ ১০০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৩ লাক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এদিকে উপজেলার ১০ জন ভিক্ষককে ১টি করে গরু ও ১টি করে ছাগল দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অদিদপ্তর যৌথ্যভাবে এর আয়োজন করে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও তালিকাভুক্তদের মাঝে নগদ অর্থ ও গরু ,ছাগল বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে ইউএনও দেবীগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মন্ত্রী ধৌর্য ধরে ইউএনওর বক্তব্য শ্রবণ করেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী নুরল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলেছে। আমরা ক্ষুদা মুক্ত ও ভিক্ষুকমূক্ত দেশ গড়তে চাই । বঙ্গবন্ধু বলতেন ভিক্ষক জাতী কখনও মাথা উচু করে দাড়াতে পারে না। ভিক্ষুকের কোন মর্যাদা নেই। বর্তমান সরকার ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচী হাতে নিয়েছে। যাতে করে কোন লোককে আর মানুষের কাছে হাত পাততে না হয়। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে অবশ্যই ভিক্ষুকমুক্ত করতে হবে। জেলার দেবীগঞ্জে অর্থনৈতিক জোন হচ্ছে। এটি প্রধান মন্ত্রীর বিশেষ নজরদাড়ীতে রয়েছে। অর্থনৈতিক জোন হলে পঞ্চগড়ের চিত্রই বদলে যাবে। সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে, আপনারা (জনগন) সরকারের পাশে থাকবেন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন । অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চেšধূরী জর্জ, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার অনুষ্ঠান পরিচলনা করেন। এর আগে মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জের বুড়ি তিস্তা নদী খনন কাজের উদ্ধোধন করেন। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড নদীর ২০ কিলোমিটার লম্বা এলাকা জুড়ে খনন কাজ বাস্তবায় করবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





