
দেবীগঞ্জে নিখোঁজ হওয়া শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

শেখ ফরিদ , দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে : দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ শান্তিনগর গ্রামের একটি পুকুর থেকে সোমবার সকালে শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুর নাম আবু হুজায়ফা (৭) পিতা আব্দুর কাদের ,গ্রাম শান্তিনগর।
দেবীগঞ্জ থানার ওসি তদন্দ শাহ আলম জানান, উদ্ধাকৃত শিশুটি গত ১৭ ডিসেম্বর বাড়ি থেকে নিখোজ হয়। তার পিতা এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় জিডি করেন। ২৪ ডিসেম্বর সকালে প্রতিবেশিরা শিশুর লাশ পুকুরে ভেসে উঠা দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে জানানো হয়। বিদ্যমান খবরের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশ থানায় ইউডি মামলা করেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





