
'দীপিকার ফিগার আমার ভীষণ পছন্দ

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: ইতোমধ্যেই রনবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ ঘোষণা হয়েছে। অন্যদিকে, দীপিকার সাবেক প্রেমিক রনবীর কাপুরের বর্তমান গার্লফ্রেন্ড আলিয়া ভাট দীপিকার কাছে করেছেন এক অদ্ভুত দাবি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে মুখোমুখি হন দীপিকা ও আলিয়া ভাট। শো-টির এক পর্যায়ে সঞ্চালক করণ জোহর আলিয়া ভাটকে একটি প্রশ্ন করেন। করণের প্রশ্ন ছিল, দীপিকার কাছে ধার হিসেবে কি চাও? আলিয়ার সোজা সাপটা উত্তর, ধার চাইলে আমি দীপিকার শরীর ধার চাইবো। তিনি আরও বলেন, দীপিকার ফিগার তার ভীষণ পছন্দ। এছাড়া ওই শো-তে দীপিকাকে নিয়ে অনেক মজাও করেন দীপিকার সাবেক প্রেমিক রনবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





