১৪ অক্টোবর ২০২৫

দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ খেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ খেলা

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতীক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ খেলা ২০১৯। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

রোববার (৭ এপ্রিল) দিনব্যাপী লালমনিরহাটের কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে স্ক্র্যাবল চ্যাম্পিয়ান খেলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মোবাইল গেম থেকে বের করে নিয়ে আনতে ও ইংরেজী ভাষা চর্চায় এই স্ক্র্যাবল খেলা একটি উত্তম মেধা যাচাইয়ের খেলা। কেইউপি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ খেলায় বাংলাদেশ এর ৪১ বিদ্যালয়ে ৭৬জন শিক্ষার্থী ও নেপালের ৯টি বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

এ সময় নেপাল ও বাংলাদেশি শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও ডিসপ্লে পরিবেশন করে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ। শিক্ষাথীদের মেধা ও মনোনশীল যাচাইয়ে বিশ্বের অন্য দেশে শিক্ষাথীদের নিয়ে স্ক্র্যাবল মেধা খেলা হলেও আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশে এটাই প্রথম। শিক্ষাথীদের এই মেধা যাচাই খেলা জেলার বিভিন্ন স্কুলের শত শত শিক্ষাথী উপভোগ করে।

বাংলাদেশের পক্ষে হাবিবুর, সুমাইয়াসহ ৬৬জন ও নেপালের পক্ষে নিরঞ্জন প্যাটেল, আসমি কাফলি, সামিত গোরাল, ইনসাসহ ১০ খেলোয়ার ১৯টি টেবিলে অংশ গ্রহন করেন। এর আগে গতকাল শনিবার বিকেলে নেপালের ৯টি স্কুলের ২০ সদস্যের একটি দলকে স্বাগত জানিয়ে বরণ করে নেয় কেইউপি স্কুল কর্তৃপক্ষ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন