১৫ অক্টোবর ২০২৫

ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন নেইমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন নেইমার

খেলাধুলা ডেস্ক: সম্প্রতি আপোষে ধর্ষণের মামলা থেকে রেহাই পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আরেক ফুটবল সুপারস্টার নেইমারের ভাগ্যও সুপ্রসন্ন। ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন নেইমার।

ব্রাজিলের আইনি সংস্থা এবং পুলিশ এই ঘটনার তদন্ত করেছে প্রায় এক মাস ধরে। তবে শেষ পর্যন্ত নেইমারের বিপক্ষে ধর্ষণের কোনো তথ্য প্রমাণ পাননি। আর তাই তো এই অভিযোগ থেকে মুক্তি পেতে চলেছেন পিএসজি তারকা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন তদন্তকারী ব্রাজিলিয়ান পুলিশ।

যদিও নেইমারের বিরুদ্ধে দুই মাস আগে দায়ের করা অভিযোগ তুলে নিতে নারাজ ধর্ষণের শিকার ব্রাজিলীয় মডেল নাজিলা ত্রিনদাদ। ব্রাজিল সুপারস্টার বলেছিলেন, যা হয়েছে দুজনের সম্মতিতে। কিন্তু নাজিলা সেই বক্তব্য মানতে রাজী নন। তিনি বলেছেন, সুবিচারের জন্য তার লড়াই চালিয়ে যাবেন।

ব্রাজিলিয়ান এই নারী অভিযোগ করেন মে মাসে প্যারিসের এক হোটেলে নেইমার তাকে ধর্ষণ করেন। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক বার্সেলোনা তারকা।

পুলিশের তদন্ত প্রতিবেদনে নেইমারের বিপক্ষে কোনো তথ্য প্রমাণ না পাওয়ার ব্যাপারে অভিযোগকারী নারী বলেন, ‘পুলিশ আর বিচারক সবাইকে নেইমারের লোকজনেরা টাকা দিয়ে কিনে নিয়েছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি তো পাগল নই, আমি সবই বুঝতে পারছি।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন