
ধুনটে ডিজিটাল ফসল ক্লিনিকে ব্লাস্ট রোগের চিকিৎসা



ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমের বোরো ধানের ব্লাস্ট রোগের আক্রমন রোধে ভ্রাম্যমান ডিজিটাল ফসল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কান্তনগর তিনমাথা এলাকায় ২৫০জন কৃষককে প্রেসক্রিপশন আকারে এ সেবা প্রদান করা হয়।
কৃষকদের মাঝে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল করিম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলার রহমান, তাহেরা ইয়াসমিন ও শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ২০১৬ সালে উপজেলা কৃষি কর্মকর্তার উদ্যোগে ভ্রাম্যমান ফসল ক্লিনিকের কার্যক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতা প্রতিদিন (সরকারি কর্মদিবস) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ফসলের চিকিৎসা দেওয়া হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





