
ধুনটে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ



ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ী এ.এ. উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে ৪টায় অত্র বিদ্যালয়ের খেলার মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি নাইমুর রহমান তিতাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, গোসাইবাড়ি এ.এ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম, সহসভাপতি রাসেল মাহমুদ, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গা, সাধারন সম্পাদক আব্দুস সালাম ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিপি/কেজেআপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



