১৪ অক্টোবর ২০২৫

ধুনটে নারী ও শিশু নির্যাতন বিরোধী মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে নারী ও শিশু নির্যাতন বিরোধী মানববন্ধন
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক ও অরাজনৈতিক ফেসবুকভিত্তিক সংগঠন আমরা ধুনটবাসীর উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী মানববন্ধন ও উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে উক্ত কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন, আমরা ধুনটবাসীর সভাপতি আঁখিনুর জামান বকুল, সাধারণ সম্পাদক অপূর্ণ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া রহমানসহ আমরা ধুনটবাসীর প্রায় অর্ধশতাধিক কর্মী। এ ছাড়া ধুনটের আনন্দপাঠ জুনিয়র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। মানবন্ধনে ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমসহ আমরা ধুনটবাসী সংগঠনের কর্মীরা বক্তব্য রাখেন।পরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় তিনি উপজেলা নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচারের অঙ্গীকার করেন। এবং এ ধরণের ঘটনার ব্যাপারে সচেতন করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। বিপি/কেজে    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন