
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক:বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এবারের ফেভারিট ইংল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ৩১১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানে। ফলে ১০৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক ইংলিশরা।
লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন জনি বেয়ারস্টো। এবারের বিশ্বকাপের প্রথম উইকেট শিকারী ইমরান তাহির। দ্বিতীয় উইকেটে জো রুটকে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন জেসন রয়। রয় ৫৪ ও রুট করেন ৫১ রান।এরপর অধিনায়ক মরগ্যান ও বেন স্টোকসও ১০৬ রানের জুটি গড়েন। মরগ্যান ফেরেন ৫৭ রানে আর ১১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন স্টোকস। জেসন রয়ের ৫৪, জোর রুটের ৫১, মরগানের ৫৭ ও বেন স্টোকসের ৮৯ রানই ছিলো স্কোর বোর্ড সচল রাখার জন্য যথেষ্ট। তাতে ৮ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩১১ রান।
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান আব দ্যা ম্যাচ হলেন অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাট হাতে ৮৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



