আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত এবং সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন ঘোষনা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নামজমুল আলম (বিপিএএ)’র সভাপতিত্বে আরমিন জাহানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, প্রতিযোগিতা বাছাই কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, জুড়ি বোর্ডের সমন্বয়কারী আমজাদ হোসেন, মুকুল সওদাগড়, এ্যাড. মালা জেসমিন, নাজিরা আক্তার ফেরদৌসী, পরশ কুমার দন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে শ্রমজীবি ও ছিন্নমূল নারী/পুরুষ মোট ৪৭ জন প্রতিযোগি তাদের সংগীত পরিবেশন করেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]