আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর রুবেল ইসলামের রুহের আতœার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডোমার পৌরসভা আয়োজিত শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় পৌর চত্ত¡রে সফল মেয়র জননেতা আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, সমশের আলী, সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, শ্রমিক নেতা মেরাজুল হক, প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, মিজানুর রহমান তুলু, ওহিদুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মন্ধসঢ়;জুর আলম নাহিদ, পৌর আ’লীগের সাঃ সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গনেশ কুমার আগরওয়ালা প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় পৌরসভার সকল কাউন্সিলর সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলম।
উল্লেখ্য- গত সোমবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে জলঢাকা-ডোমার মহা সড়কের সলেমানের চৌপথী নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কাউন্সিলর রুবেল ইসলাম নিহত হয়। রুবেল ইসলাম চিকনমাটি ধনীপাড়ার এলাকার মৃত আব্দুর রহমান বাবলুর ২য় পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি পৌর কাউন্সিলর এর পাশাপাশি ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকায় ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]