
দুই অভিনেত্রীর সমকামিতার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক, ঢাকা: ভিডিওটি শ্যুট করার সময়ে অনেক বিধিনিষেধ ছিল শ্যুটিং ফ্লোরে। ফাঁস হয়ে গেল দুই অভিনেত্রীর সমকামিতার ঘনিষ্ঠ ভিডিও। যা ঘিরে তোলপাড় নেট দুনিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘গন্ধি বাত ২’-তে অভিনয় করছেন অভিনেত্রী ফ্লোরা সাইনি ও অভনিশি জৈন। সেই ওয়েব সিরিজেই এই দুই অভিনেত্রীর সমকামী সম্পর্ক দেখানো হয়েছে। ছবিতে ফ্লোরা সাইনি একজন পরিচারিকার ভূমিকায় অভিনয় করছেন। বাড়ির মালিকের চরিত্রে দেখা যাবে অভনিশি জৈন-কে। ছবির শুটিং-এর একটি দৃশ্যে ফ্লোরা ও অভনিশির সমকামী ঘনিষ্ঠ ভিডিও রয়েছে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ভিডিওটি শ্যুট করার সময়ে অনেক বিধিনিষেধ ছিল শ্যুটিং ফ্লোরে। কিন্তু তা সত্ত্বেও মুক্তির আগেই ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। প্রসঙ্গত, একতা কপূরের সংস্থা অটল বালাজির প্রযোজনায় মুক্তি পাবে ‘গন্ধি বাত ২’। ছবির পরিচালক সচিন মোহিত। এই সিরিজের আগের ছবি ‘গন্ধি বাত’ বেশ জনপ্রিয় হয়েছিল। তবে ‘গন্ধি বাত ২’ কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





