১৪ অক্টোবর ২০২৫

দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন
  বাংলাপ্রেস ডেস্ক: মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় পেয়েছে স্পেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডকে স্পেন হারিয়েছে ২–০ গোলে। এর ফলে ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালের দেখা পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের বার্নে গতকাল রাতে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। আক্রমণ ও বল দখলে স্পেনের চেয়ে পিছিয়ে ছিল। তবে আক্রমণে সুবিধা করতে না পারলেও রক্ষণে স্পেনের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলে সুইজারল্যান্ড। এর মধ্যে ৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্পেনের মারিওনা কালদেনতেই। পেনাল্টি মিসের পর একের পর এক আক্রমণে গিয়েও প্রথমার্ধে গোল পায়নি স্পেন। বিরতির পর অবশ্য ভেঙে পড়ে সুইস প্রতিরোধ। ৫ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নিয়ে ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে স্পেন। ৬৬ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন অ্যাথেনা দেল কাসতিল্লো। এরপর ৭১ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিয়া পিনা। এই দুই গোলের পর আর ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আট থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের। ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়াতে পারত স্পেন। পুতেয়াসের এই মিস অবশ্য দলকে বিপদে ফেলেনি। মেয়েদের ইউরোতে এটি স্পেনের নকআউট ম্যাচে পাওয়া প্রথম জয়। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ আসরে গ্রুপ পর্বের পর সরাসরি কোয়ার্টার ফাইনালের খেলে জিততে পারেনি স্পেন । ১৯৯৭ সালে গ্রুপ পর্বের পর সরাসরি সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয় এবং সেবারও সেমিফাইনালে উঠে হেরে যায় স্পেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স–জার্মানি ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন। ফ্রান্স–জার্মানি শেষ আটের ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। এ ছাড়া অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। ম্যাচ শেষে স্পেনের উইঙ্গার কাসতিল্লো বলেন, ‘সেমিফাইনালে যেতে পেরে আমরা খুবই আনন্দিত। দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। পরিবেশটা দুর্দান্ত ছিল। আশা করি আমরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন