বাংলাপ্রেস ডেস্ক: এবার মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার যুবাদের কাছে ৫ উইকেটের হার দেখেছে তারা। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এতে জিম্বাবুয়েতে চলমান টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় পাওয়া হয়নি বাংলাদেশের।হারারেতে আজ ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দলীয় ২২ রানের মধ্যেই দুই ওপেনার বিদায় নেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় কাটানোর চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যক্তিগত ১৭ রানে রিজান আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম। আর শেষ পর্যন্ত অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে ১৭৫ রানের সংগ্রহ এনে দেন কালাম সিদ্দিকী। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ৩৫ রান খরচ করা জ্যাসন রোলেস।
কম রানে প্রতিপক্ষকে আটকানোর লক্ষ্যে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের।দলীয় ১৪ রানে ওপেনার জরিক ফন স্কালভেইককে আউট করেন আল ফাহাদ। তবে ধীরে ধীরে ঠিকই ম্যাচের লাগাম নিয়ে নেয় প্রোটিয়া যুবারা। ছোট্ট ছোট্ট জুটি গড়ে ৭৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে তারা। সর্বোচ্চ ৫৭ রান করেন আরমান মানাক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল ফাহাদ।এ হারে পয়েন্ট তালিকাতেও অবনতি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আজিজুল হাকিমের দল। অন্যদিকে ৪ ম্যাচে ৬ পয়েন্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয় পায়নি স্বাগতিক জিম্বাবুয়ে। আগামীকাল জয়ের আশায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]