বাংলাপ্রেস ডেস্ক: ইংল্যান্ড অথবা ভারত—আজ লর্ডস টেস্টের শেষ দিনে ম্যাচ জেতার সুযোগ আছে দুই দলেরই। ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। এমন পরিস্থিতিতে আম্পায়ার পল রাইফেলের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের পাশাপাশি তাঁর বাবার বক্তব্য তুলে ধরে বলেছেন, ‘রাইফেল আম্পায়ারিং করলে ভারত জিতবে না।’
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে মাঠে আম্পায়ারিং করছেন অস্ট্রেলিয়ার রাইফেল ও বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। চার দিন ধরে ম্যাচটিতে আম্পায়ারদের সিদ্ধান্ত বেশ কয়েকবার আলোচিত হয়েছে।
গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা অশ্বিন ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ কথা বলে থাকেন। সর্বশেষ কথা বলেছেন লর্ডস টেস্টের চতুর্থ দিন। এ দিন ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করে ১৯৩ রানের লক্ষ্য পায় ভারত। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট।
অশ্বিনের মতে, আম্পায়ার রাইফেল ঠিকঠাক সিদ্ধান্ত দিলে রুটের ইনিংস আরও ছোট হতো, ভারতের জয়ের লক্ষ্যও কম থাকত। মোহাম্মদ সিরাজের বলে রুটের বিরুদ্ধে আবেদন করেছিল ভারত। রাইফেল নটআউট দেওয়ায় পর ডিআরএসে ‘আম্পায়ার্স কল’ বহাল থেকে যায়। এ বিষয়ে অশ্বিন বলেন, ‘পল রাইফেলের বিষয়ে যদি বলি ...। আমি বলব না যে তুমি এটা আউট দাও, এটা মূলকথা নয়। কথা হচ্ছে, ভারত যখন বোলিং করে, তিনি মনে করেন এটা নটআউট। আর ভারত যখন ব্যাটিং করে, তিনি মনে করেন এটা আউট। এটা যদি শুধু ভারতের বিপক্ষে না হয়ে অন্য দেশের বিপক্ষেও হয়, তাহলে আইসিসির বিষয়টাতে নজর দেওয়া উচিত।’
দিনের শেষ দিকে রাইফেলের আরেকটি সিদ্ধান্ত নিয়েও অশ্বিন ক্ষুব্ধ। ব্রাইডন কার্সের বলে শুবমান গিলকে আউট দিয়েছিলেন রাইফেল। কিন্তু ডিআরএসে দেখা যায় ব্যাট আর বলের মধ্যে বড় ফাঁক ছিল। এ নিয়ে অশ্বিন বলেন, ‘আমার একটা সেডন কার আছে। ওই ব্যাট-বলের গ্যাপের ভেতরে গাড়িটা পার্ক করা যাবে। এটা পরিষ্কার নটআউট ছিল (কিন্তু তিনি আউট দিয়েছেন)। তবে এটাই কিন্তু প্রথম ঘটনা নয়। আমার বাবা আমার পাশে বসে খেলে দেখছিলেন। তিনি আমাকে বলেন, “পল রাইফেল থাকলে আমরা জিতব না”।’
শুধু অশ্বিন নন, রাইফেলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলেও। ধারাভাষ্যে তিনি বলেন, ‘মনে হচ্ছে পল রাইফেল সিদ্ধান্ত নিয়েই রেখেছেন (ভারতের বোলিংয়ে) আউট হবে না। কাছাকাছি কিছু হলেও নটআউট।’
লর্ডস টেস্টে দুই দল এখন পর্যন্ত রাইফেলের মোট ১১টি সিদ্ধান্তে রিভিউ নিয়েছে। এর মধ্যে ভারতই নিয়েছে ৯টি। যার মধ্যে সফল হয়েছে চারটিতে, বাকি ৫টির দুটি ‘আম্পায়ার্স কল’-এর কারণে সফল হয়নি। আর বাংলাদেশের শরফুদ্দৌলার সিদ্ধান্তে রিভিউ হয়েছে দুটি। দুটিই নিয়েছে ভারত, সফলও হয়েছে দলটি।
বাং
লা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]