বাংলাপ্রেস ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও, বিশ্বের বিভিন্ন দেশে এই ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি লিগ জমজমাটভাবে অনুষ্ঠিত হচ্ছে। মাত্র ১০ ওভারের এই খেলায় ব্যাটাররা খেলেন আরো আক্রমণাত্মক ও ঝোড়ো স্টাইলে। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে এমনই এক নজির গড়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। এক ওভারেই তিনি তুলেছেন অবিশ্বাস্য ৪৫ রান।লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমেছিলেন গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারেই তিনি চালান তাণ্ডব। ৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।পুরো ম্যাচে উসমান গনির ব্যাট থেকে আসে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস। ১৭টি ছক্কা ও ১১টি চারে তার ইনিংসটি সাজোনো ছিল। স্ট্রাইকরেট ছিল অবিশ্বাস্য ৩৫৫.৮১। তার ঝড়ো ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে তোলে ২২৬ রানের পাহাড়সম স্কোর।জবাবে গিল্ডফোর্ড নির্ধারিত ওভারে ৪ উইকেটে করে ১৫৫ রান। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]