১৪ অক্টোবর ২০২৫

এক ওভারে ৪৫ রান নিলেন আফগান ব্যাটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এক ওভারে ৪৫ রান নিলেন আফগান ব্যাটার
বাংলাপ্রেস ডেস্ক:  ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও, বিশ্বের বিভিন্ন দেশে এই ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি লিগ জমজমাটভাবে অনুষ্ঠিত হচ্ছে। মাত্র ১০ ওভারের এই খেলায় ব্যাটাররা খেলেন আরো আক্রমণাত্মক ও ঝোড়ো স্টাইলে। ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে এমনই এক নজির গড়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। এক ওভারেই তিনি তুলেছেন অবিশ্বাস্য ৪৫ রান।লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমেছিলেন গনি। গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির এক ওভারেই তিনি চালান তাণ্ডব। ৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।পুরো ম্যাচে উসমান গনির ব্যাট থেকে আসে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস। ১৭টি ছক্কা ও ১১টি চারে তার ইনিংসটি সাজোনো ছিল। স্ট্রাইকরেট ছিল অবিশ্বাস্য ৩৫৫.৮১। তার ঝড়ো ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে তোলে ২২৬ রানের পাহাড়সম স্কোর।জবাবে গিল্ডফোর্ড নির্ধারিত ওভারে ৪ উইকেটে করে ১৫৫ রান। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন