১৫ অক্টোবর ২০২৫

একই গাড়িতে চেপে বৈঠকে পুতিন ও মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
একই গাড়িতে চেপে বৈঠকে পুতিন ও মোদি
বাংলাপ্রেস ডেস্ক:  চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্ত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। আজ সোমবার এসসিওর মঞ্চে দুই নেতাকে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। পরে নরেন্দ্র মোদি এক টুইটে বৈঠকের কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, রিটজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত আলোচনার আগে দুই নেতা একই গাড়িতে পাশাপাশি বসে যাচ্ছেন।ছবির সঙ্গে মোদি লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা সব সময়ই আনন্দের।’ এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করেছেন। এর অর্ধেকই (২৫ শতাংশ) আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কারণে, যেটিকে মার্কিন প্রশাসন ‘পেনাল্টি’ হিসেবে বর্ণনা করছে। ওয়াশিংটনের যুক্তি, ভারত রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কিনছে আর সেই অর্থ পুতিন ইউক্রেন যুদ্ধের খরচ জোগাতে ব্যবহার করছেন।ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এমনকি ইউক্রেন যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ হিসেবেও উল্লেখ করেছেন। তবে ভারত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি ও প্রাপ্ত অফার অনুযায়ীই তারা সিদ্ধান্ত নেবে কার কাছ থেকে তেল কেনা হবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার কোনো ইঙ্গিত দিল্লি এখনো দেয়নি। উল্লেখ্য, তিয়ানজিনে মোদী-পুতিন বৈঠকের কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন নিজেদের মধ্যে আলোচনায় বসেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন