১৪ অক্টোবর ২০২৫

এনসিএলে বিদেশি খেলোয়াড় ফেরানোর চিন্তায় বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এনসিএলে বিদেশি খেলোয়াড় ফেরানোর চিন্তায় বিসিবি
বাংলাপ্রেস ডেস্ক:  দেশের ঐতিহ্যবাহী প্রথম-শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিকারণ তারা ভালো মানের বোলারদের বিপক্ষে অনুশীলনের সুযোগ পাবে।’ তবে মূল চ্যালেঞ্জ হলো উপযুক্ত সময়ে বিদেশি ক্রিকেটার পাওয়া। কারণ একই সময়ে রঞ্জি ট্রফি (ভারত) ও কায়েদ-ই-আজম ট্রফি (পাকিস্তান) মতো টুর্নামেন্টও চলে। ফলে অনেক দেশের খেলোয়াড়দের পাওয়া কঠিন হয়ে পড়ে।বাড়াতে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে প্রতি দলে একজন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে তারা। আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এনসিএল। এর আগেও এনসিএলে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেতেন।যা দেশের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। গতকাল রবিবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমরা বোর্ডের অনুমোদন নেওয়ার পরিকল্পনায় আছি যাতে এনসিএলে প্রতি দলে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারে, যেটা আগে হতো, কিন্তু এখন অনেক দিন ধরে হচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘আমরা এখন ঘাসের উইকেটে খেলা আয়োজন করি এনসিএলে। সেক্ষেত্রে যদি কোনো বিদেশি পেসার থাকে, তাহলে সেটি আমাদের দেশীয় ব্যাটারদের জন্য উপকারী হবে।কারণ তারা ভালো মানের বোলারদের বিপক্ষে অনুশীলনের সুযোগ পাবে।’ তবে মূল চ্যালেঞ্জ হলো উপযুক্ত সময়ে বিদেশি ক্রিকেটার পাওয়া। কারণ একই সময়ে রঞ্জি ট্রফি (ভারত) ও কায়েদ-ই-আজম ট্রফি (পাকিস্তান) মতো টুর্নামেন্টও চলে। ফলে অনেক দেশের খেলোয়াড়দের পাওয়া কঠিন হয়ে পড়ে।‘আমাদের হয়তো অন্য দেশের দিকেও তাকাতে হতে পারে,’—বলেন ওই কর্মকর্তা।এদিকে বিসিবির প্রধান নির্বাচক ও প্রোগ্রাম প্রধান মিনহাজুল আবেদীন জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে। ‘গতবার আমরা একটি ভেন্যুতে পুরো টুর্নামেন্ট করেছিলাম। এবার আমরা তিনটি ভেন্যু নির্ধারণ করেছি,’ বলেন তিনি। এছাড়া ডিসেম্বর ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে ৫০ ওভারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।আর চার দিনের বিসিএল শুরু হবে বিপিএলের পরে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের বিসিএলে একটি বিদেশি দলকে অংশগ্রহণ করানো হচ্ছে বলে প্রায় নিশ্চিত। সম্ভবত আফগানিস্তানের ‘এ’ দল অথবা তাদের হাই পারফরম্যান্স দলকে আনা হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন