বাংলাপ্রেস ডেস্ক: ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে চরম অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ। এশিয়া কাপ নিয়ে চলছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের খেলা। ভারত তার দাদাগিরি ছাড়তে চায় না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হুট করে বিসিবির কোনো পরিচালকের সঙ্গে আলোচনা না করেই একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেই সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে এখন। অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কৌশলি সিদ্ধান্তেই মূলত ২৪ জুলাই ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
মহসিনের প্রস্তাবে নিজেদের বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা ছাড়াই রাজি হয়ে যান আমিনুল ইসলাম। ক্রিকেটে উন্নয়নে কাজ করলেও ক্রিকেটের কূটনৈতিক বিষয়গুলো এখনো বুঝে উঠতে পারেননি আমিনুল।
কাল নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘বুলবুল ভাই আসলে বুঝতে পারেননি, বোঝার কথাও না। সব প্রস্তাবই যে আমাদের জন্য ভালো বিষয়টি এমন নয়। তিনি আমাদের সঙ্গে আলোচনা করেননি।’
এশিয়া কাপের লাভের সিংহভাগই আসে ভারতের বাজার থেকে। ভারতীয় দল থাকায় তাদের কোম্পানিগুলো স্পন্সর করে থাকে এই টুর্নামেন্টে। ভারতের সঙ্গে স্বাভাবিকভাবেই এবার জোট বেধেছে শ্রীলংকা ও আফগানিস্তান।
আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই টুর্নামেন্ট এবার না হওয়ার পথেই রয়েছে। ২৭টি সদস্য দেশ নিয়ে এসিসি গঠিত হলেও প্রভাবশালী সদস্য দেশ পাঁচটি ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। তবে মূল শক্তি ভারতই।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]