১৩ অক্টোবর ২০২৫

এটিএম মেশিনের ১২ লক্ষ টাকা কুচিকুচি করে কেটেছে ইঁদুর !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
এটিএম মেশিনের ১২ লক্ষ টাকা কুচিকুচি করে কেটেছে ইঁদুর !

বাংলাপ্রেস অনলাইন: টাকা তুলতে গিয়ে এটিএমের সামনে থেকে অনেকেই ফিরে আসতে হয়েছে এ অভিজ্ঞতা কম বেশি সকলেরই হয়েছে। অসমের তিনসুকিয়াতেও এটিএমে গিয়ে একই অবস্থা হচ্ছিল গ্রাহকদের। সকলেই ভেবেছিলেন মেশিনে টাকা নেই।

কিন্তু কর্তৃপক্ষ জানত, ট্রেলার মেশিনে যথেষ্ট টাকা আছে। তাও টাকা বেরচ্ছে না কেন? খুলতেই চক্ষু চড়কগাছ। নোট যে সব কুচিকুচি করে কেটেছে ইঁদুর বাবাজি। প্রায় ১২ লক্ষ টাকা চিবিয়েই সাবাড় করেছে গণেশের বাহনরা।

তিনসুকিয়ার লাইপুলি মূলত আর্মি ক্যান্টনমেন্ট এলাকা। ঘন জনবসতি বলতে যা বোঝায় তা এখানে নেই। ফলে অল্পসংখ্যক লোকই এই এটিএম ব্যবহার করেন। গত ১৯ মে কর্তৃপক্ষের তরফে প্রায় ৩০ লক্ষ টাকার নোট ভরে দেওয়া হয় ওই মেশিনে। একটি বেসরকারি সংস্থাই সে কাজ করে। কিন্তু পরদিন থেকেই মানুষের অসুবিধা শুরু হয়। একটা সময়ের পর কিছুতেই কেউ আর টাকা তুলতে পারছিলেন না। একাধিক অভিযোগ জমা হচ্ছিল এই নিয়ে। পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও কেন মানুষ টাকা পাচ্ছেন না, তা নিয়ে চিন্তিত হয় কর্তৃপক্ষ। শেষমেশ জুন মাসের মাঝামাঝি মেশিন খুলে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই যা দেখা গেল তাতে চোখ কপালে ওঠার মতো অবস্থা। দেখা গেল, নোট সব কুচিকুচি করে কেটেছে বেশ কয়েকটা ইঁদুরছানা।

৫০০ ও ২০০০ টাকার যে পরিমাণ নোট কুচিকুচি হয়ে পড়ে আছে, তার অঙ্ক মোটামুটি ১২ লক্ষ টাকার কাছাকাছি। অর্থাৎ এই অঙ্কের টাকা স্রেফ চিবিয়েই নষ্ট করেছে গণেশের বাহন। কোনওভাবে মেশিনের ভিতরে ঢুকে পড়তে পেরেছিল ইঁদুরটি। তাতেই এই অবস্থা। কিন্তু এখন কী করণীয়? প্রায় দিশেহারা কর্তৃপক্ষ। আপাতত একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্তও করবে বলেও জানা গিয়েছে।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন