১৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধা সরকারি কলেজে বিনামূল্যে রক্তের বিভিন্ন পরীক্ষা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধা সরকারি কলেজে বিনামূল্যে রক্তের বিভিন্ন পরীক্ষা শুরু

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ চত্ত্বরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি ও এইচআইভি ভাইরাস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও নতুন সদস্য সংগ্রহের আয়োজন করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

সন্ধানী ডোনার ক্লাব সুত্রে জানা গেছে, প্রত্যেক মানুষেরই রক্তের গ্রুপ জানা দরকার। কেননা রক্তের গ্রুপ জানা থাকলে জরুরী ক্ষেত্রে নিজের ও অন্যের রক্তের প্রয়োজন হলে রক্ত নেওয়া ও দেওয়া সহজ হয়। এতে করে একজন মরণাপন্ন রোগীর জীবন বাঁচানোও দ্রুত সম্ভব হয়।

হেপাটাইটিস বি ভাইরাস এমন একটি রোগ যে রোগটি থেকে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস ও ব্লাড ক্যান্সারের মতো চরম মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হয়। আর রোগটি ধরা পড়ে শেষ মুহুর্তে। তাই রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেকক্ষেত্রেই চিকিৎসা দ্বারা সুস্থ্য হওয়া সম্ভব।

আর এইচআইভি ভাইরাস থেকে মারাত্মক মরণব্যাধী রোগ এইডসে আক্রান্ত হয় মানুষ। এখন পর্যন্ত এই রোগের কোন প্রতিষেধক আবিস্কৃত হয়নি। তাই রোগটি সম্পর্কে সচেতন হয়ে সুশৃঙ্খল জীবন-যাপন করতে হবে।

নিজেদের সুস্থতা যাচাইয়ের জন্য প্রত্যেকের এই রোগ দুটি সম্পর্কে জানা উচিত। কেউ এ দুটি রোগে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা অনুযায়ী সাবধানতা অবলম্বন করলে নতুন আর কেউ এ রোগে আক্রান্ত হবে না। ১৮ বছরের উপরে প্রত্যেক সুস্থ ব্যক্তিই ১২০ দিন পরপর নিয়মিত রক্তদান করতে পারেন। তাই অন্যের জীবন বাঁচাতে ও প্রিয়জনের প্রয়োজনে নিজের উদ্যোগেই স্বেচ্ছায় রক্তদান করা উচিত।

এসব কর্মসূচির পাশাপাশি সন্ধানী নতুন সদস্য সংগ্রহ করবে। কোন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইলে সন্ধানীর সদস্য হওয়ার আহবান জানিয়েছে সন্ধানী পরিবার। আর তাই মানুষের কল্যাণে এসব কর্মসূচির উদ্যোগ গ্রহন করা হয়েছে।

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে জরুরী বিভাগের পাশে ১৫ নং কক্ষে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে সন্ধানী ডোনার ক্লাব। তাদের সাথে ০১৭৪০-৯১৯৯৬৬ এই মোবাইল নাম্বরে যোগাযোগ করা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন